গাজীপুরে পাঁচ সংসদীয় আসনে মনোনয়নপত্র নিলেন ২১ জন

গাজীপুরের পাঁচটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবারের নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিন নারী।
আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ এবারের নির্বাচনে গাজীপুর-৩ আসনে মনোনয়ন ফরম বিতরণে একটি আসনে পরিবর্তন এনেছে। পরিবর্তিত আসনটিতে দলের প্রয়াত সংসদ সদস্য রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি বর্তমান সংসদের সংরক্ষিত আসনের এমপি। বাকি চার আসনে গত নির্বাচনে নৌকার প্রার্থীরা অপরিবর্তিত রয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত ওই পাঁচ প্রার্থীর মধ্যে তিন প্রার্থীসহ ১১ জন প্রার্থী সোমবার (২৭ নবেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত জেলার পাঁচটি আসনে স্বতন্ত্র্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২১ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণের জন্য তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আজ পর্যন্ত কেউই মনোনয়নপত্র জমা দেননি।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মনোনয়নপত্র তার পক্ষে ছোট মেয়ে অধ্যাপক মেহেরীন মুনজেরিন রত্না ও জামাতা বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করেন। এ সময় দলের নেতাকর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন। একই দিন আওয়ামী লীগ মনোনীত গাজীপুর-৪ আসনের অপর প্রার্থী সিমিন হোসেন (রিমি) এবং গাজীপুর-৩ আসনের রুমানা আলী টুসি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে আওয়ামী লীগ মনোনীত গাজীপুর-২ আসনের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং গাজীপুর-৫ আসনের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানা গেছে।
এদিকে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
অপর দিকে জাতীয় পার্টি গাজীপুরের ৫টি আসনে মনোনয়ন দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত একাধিক প্রার্থী রয়েছেন।
গাজীপুর-১ (কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটির ১ হতে ১৮নং ওয়ার্ড) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, তৃণমূল বিএনপির চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী (বিএনপিনেতা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর ছেলে), গণফ্রন্টের গাজীপুর জেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. সফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গাজীপুর-২ (গাজীপুর সিটির ১৯ হতে ৩৮নং, ৪৩ হতে ৫৭ নং ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা) আসন থেকে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় পার্টির জয়নাল আবেদীন, জাকের পার্টির রিনা রহমানমনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলী টুসি, কৃষক-শ্রমিক-জনতা লীগের গাজীপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক মণ্ডল বাচ্চু, স্বতন্ত্রপ্রার্থী মো. জামিল হাসান ও জাকের পার্টির মো. আলাউদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গাজীপুর-৪ (কাপাসিয়া উপজেলা) আসন থেকে স্বতন্ত্র্য প্রার্থী শামসুল হক, জাকের পার্টির জুয়েল কবির, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন (রিমি), কৃষকলীগের আলম আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গাজীপুর- ৫ (কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটির ৩৯নং হতে ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন) আসন থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ঊর্মি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান ও গণফোরামের মো. সোহেল মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এবারের সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে মোট ভোটার ২৬ লাখ ১৩ হাজার ৬২৯। তাদের জন্য মোট ৯৩৫টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচনের রিটার্নিং/সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।