নরসিংদীর পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা ৪৬ প্রার্থীর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নরসিংদী-১ আসন থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ মোট ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি আসন থেকে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে ৪৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নরসিংদী-১ আসনে মনোনয়নপত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন আটজন। নরসিংদী-২ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন আটজন। এছাড়া নরসিংদী-৩ আসনে ১০, নরসিংদী-৪ আসনে ৯ এবং নরসিংদী-৫ আসনে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি থেকে খায়রুল কবির খোকন, জামায়াতে ইসলামির মো. ইব্রাহিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশে মো. আশরাফ হোসেন ভূইয়া, ইনসানিয়াত বিপ্লবের হামিদুল হক পারভেজ, বাংলাদেশ গণঅধিকার পরিষদ থেকে শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টি থেকে মো. মোস্তফা জামান এবং গণফোরাম থেকে শহিদুজ্জামান চৌধুরী।
নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, জামায়াতের মো. আমজাদ হোসাইন, এনসিপির মো. গোলাম সারোয়ার (তুষার), ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল, বাংলাদেশ খেলাফত মজলিশের মো. ফারুক ভুইয়া, জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম এবং ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ ইব্রাহিম।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির মঞ্জুর এলাহী, জামায়াতের মো. মোস্তাফিজুর রহমান কাউসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ারেজ হোসেন ভুইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. রাকিবুল ইসলাম (রাকিব), জাকের পার্টির আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, ইনসানিয়াত বিপ্লবের রায়হান মিয়া, জাতীয় পার্টির রেজাউল করিম বাছেদ, গণফোরামের এ কে এম জগলুল হায়দার আফ্রিক, স্বতন্ত্রপ্রার্থী আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব মো. আরিফ-উল-ইসলাম মৃধা এবং জনতার দলের মো. এনামুল হক।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির সরদার সাখাওয়াত হোসেন বকুল, জামায়াতের মো. জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলনের মো. সাইফুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, জনতার দলের আবু দারদা মো. মাজ, বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ নাছির উদ্দিন, ইনসানিয়াত বিপ্লবের মুহাম্মদ মিলন মিয়া, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন এবং বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুজ্জামান উজ্জ্বল, ইনসানিয়াত বিপ্লবের তাহমিনা আক্তার, বাংলাদেশ খেলাফত মজলিশের তাজুল ইসলাম, জাতীয় পার্টির মেহেরুন্নেছা খান পন্নী (হেনা), স্বতন্ত্রপ্রার্থী জামাল আহমেদ চৌধুরী, মো. গোলাপ মিয়া, মো. পনির হোসেন, মো. সুলায়মান খন্দকার, ব্যারিস্টার তৌফিকুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নির্বাচনি আচরণবিধি বজায় রাখতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
মনোনয়নপত্র জমা শেষে মঈন খান বলেন, আমরা বিশ্বাস করি গণতন্ত্র হচ্ছে সব রোগের নিয়ামক। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ করি তাহলে বাংলাদেশের সব সমস্যা সমাধান হবে। একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে তারা এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। আমরা সবসময় বলেছি বিএনপি এমন একটি উদারপন্থি রাজনৈতিক দল এবং তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী