১০ হাজার কোটি টাকার রাস্তায় টেম্পো ছাড়া কিছুই চলে না : ফাওজুল কবির
সাবেক রাষ্ট্রপতি নিজ এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছেন, সেখানে টেম্পো ছাড়া আর কিছুই চলে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফাওজুল কবির খান বলেন, বিগত স্বৈরাচার আমলে সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব জায়গায় অপকর্ম করা হয়েছে। সারাদেশে অসংখ্য সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলোর কোনো ব্যবহার নেই। এই অপব্যয়, অপচয় ও অনাচার হয়েছে, তা বন্ধ করা হবে।
ফাওজুল কবির বলেন, নেভাল সিরাজকে ভিন্নমতের কারণেই আততায়ীরা হত্যা করেছিল। আমরা সেই ভিন্নমতের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ একটি বহুধর্মের দেশ, বহুমতের দেশ। মতের অমিলের কারণে যেন আর কোনো নাগরিক নির্যাতনের শিকার না হয় বা প্রাণ হারাতে না হয়।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী