হাজী সেলিমের ছেলেসহ মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থীরা
পুরনো ঢাকার (ঢাকা- ৭ আসন) সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিম ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ মনোনীত আরও অনেকেই মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা-১১ আসন থেকে ওয়াকিল উদ্দিন ও ঢাকা-১৮ আসন থেকে হাবিব হাসান মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের সঙ্গে বেশ কয়েকজন সমর্থক ছিলেন।
তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে হিসেবে আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।
তফসিল অনুযায়ী, নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র আজ ৩০ নভেম্বর শেষ হলে বাছাই শুরু হবে। ১ থেকে ৪ ডিসেম্বর এই মনোনয়নপত্র বাছাই করা হবে। কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা হবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর।
অন্যদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ও রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চালানো যাবে ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনের দুই দিন পূর্ব, অর্থাৎ ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ কেটি ৯৭ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার। মোট দুই লাখ ৬২ হাজার বুথে ভোটগ্রহণ চলবে।