চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম, যা চলবে সোমবার (৪ ডিসেম্বর) পর্যন্ত। এ যাচাই-বাছাইয়ের মধ্যে প্রার্থীর তথ্যে কোনো গড়মিল পেলে তার মনোনয়নপত্র বাতিল হতে পারে।
গত ৩০ নভেম্বর শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের সময়। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দুই হাজার ৭১৩ জন ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৯৬৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।
আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আশোক কুমার দেবনাথ এনটিভি অনলাইনকে বলেন, ‘সব রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। ব্যক্তির দেওয়া তথ্য বিভিন্নভাবে যাচাই করা হচ্ছে। বিভিন্ন স্থান বা সূত্র থেকে ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যের সঙ্গে ব্যক্তির দেওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। তথ্যে গড়মিল পাওয়া গেলে বাতিল হতে পারে মনোনয়নপত্র।’
জানা গেছে, রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্টদের নিয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। বাছাই শেষে আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা জানানো হবে।
যাচাই-বাছাইয়ে অনেক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এরমধ্যে রয়েছে- স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য ঠিক কি না কিংবা কেউ তথ্য গোপন করেছেন কি না। এ ছাড়া কোনো প্রার্থী ফৌজদারি মামলার আসামি বা ঋণখেলাপি কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
এবারের নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন।