ব্যারিস্টার সুমনকে শোকজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/06/sumn.jpg)
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ (শোকক) দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।
হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কার্যালয় থেকে সোমবার (৪ ডিসেম্বর) ব্যারিস্টার সুমনকে এ নির্দেশ দিয়ে চিঠি পাঠান সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল।
ব্যারিস্টার সুমনকে কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, ‘আপনি জনাব সৈয়দ সায়েদুল হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী। অত্র নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে দৃষ্টিগোচর হয়েছে, আপনি গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুরের আসামপাড়া বাজারে এক নির্বাচনি জনসভা করেন। প্রথমত—এটি জনাকীর্ণ বাজার। দ্বিতীয়ত—ওই নির্বাচনি সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড় এবং বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত—ওই নির্বাচনি সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। ফলে, আপনার ওই কাজে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।’
চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আপনাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে উপর্যুক্ত বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করার নির্দেশ প্রদান করা হলো।’