বল প্রয়োগ হলে ভোটগ্রহণ বন্ধ থাকবে : ইসি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/10/ec-building_0_0_0.jpg)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বল প্রয়োগ, ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি করা হলে একটি ভোট কেন্দ্র বা ক্ষেত্রমতো সম্পূর্ণ নির্বাচনি এলাকায় যেকোনো পর্যায়ে ভোটগ্রহণ বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ন্যায়ানুগ ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ রোববার (১০ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পরিপত্র-১২ থেকে এসব তথ্য জানা গেছে।
পরিপত্রে ‘কতিপয় ক্ষেত্রে কমিশনের নির্বাচনি কার্যক্রম বন্ধ করার ক্ষমতা’ প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর ৯১-এর বিধান অনুসারে, কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে, নির্বাচনে বল প্রয়োগ, ভীতি প্রদর্শন এবং চাপ সৃষ্টিসহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে ন্যায়ানুগ ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে সক্ষম হওয়া যাবে না, সেক্ষেত্রে যেকোনো ভোট কেন্দ্র বা ক্ষেত্রমতো সম্পূর্ণ নির্বাচনি এলাকায় যেকোনো পর্যায়ে ভোটগ্রহণ বন্ধ করতে পারবেন (পরিশিষ্ট-খ)।
তা ছাড়া, কোনো ব্যালট পেপার নাকচ বা গ্রহণসহ এই অধ্যাদেশ বা বিধিমালার অধীন কোনো কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোনো আদেশ পুনর্বিবেচনা করতে পারবেন এবং নির্বাচন নিরপেক্ষ, ন্যায়ানুগ ও সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও ক্ষমতা প্রয়োগসহ প্রাসঙ্গিক অন্যান্য আদেশ প্রদান করতে পারবেন।
পরিপত্রে আরও বলা হয়েছ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।