জাসদনেত্রী শিরীন আখতারের দেনা প্রায় ৪০ লাখ টাকা
ফেনী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী শিরীন আখতারের দুটি ব্যাংকে দেনা রয়েছে ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় এ তথ্য পাওয়া যায়।
হলফনামায় শিরীন আখতার উল্লেখ করেন, তিনি পেশায় একজন সমাজকর্মী। কৃষি খাত থেকে তিনি বাৎসরিক আয় করেন দুই লাখ ৮০ হাজার ৫০০ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ব্যাংক আমানত হিসেবে তার জমা আছে এক লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নিজের নামে ৫২ লাখ ৯৫ হাজার ৪৬০ টাকা, আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৩৫ লাখ ৩০ হাজার ৬০৯ টাকা আর দুটি গাড়ি আছে।
ব্যাংকিং দায়ের কলামে শিরীন আখতার উল্লেখ করেন, উত্তরা ব্যাংক সাত মসজিদ শাখায় ৩০ লাখ ৫৭ হাজার ৯৬১ টাকা ও মধুমতি ব্যাংক শেখ কামাল সরণি শাখায় ৯ লাখ ১৫ হাজার ৯৫৭ টাকা দেনা রয়েছে।
সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিরীন আখতার এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করেছেন। ব্যাপক উন্নয়ন করেছেন এবং এলাকার জনগণ ব্যাপক সচেতন হয়েছে।