নৌকার প্রার্থীকে নিয়ে পৌর মেয়রের বক্তব্য ভাইরাল, গ্রেপ্তার দাবি
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগদলীয় প্রার্থী আব্দুল মমিন মণ্ডলকে নিয়ে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার বক্তব্য ‘মমিন মণ্ডলকে এবার বুঝিয়ে দেব কত ধানে কত চাল’ এখন ফেসবুকে ভাইরাল।
মেয়রের এই বক্তব্য ফেসবুকে শেয়ার করে প্রশাসনের কাছে মেয়র সাজ্জাদুল হক রেজাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন বেলকুচি পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল।
গত ৯ ডিসেম্বর বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দের বাসায় স্বতন্ত্র প্রার্থী (দলীয় মনোনয়ন বঞ্চিত) সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে নির্বাচণি প্রচারণাকালে মেয়র সাজ্জাদুল হক রেজা এ বক্তব্য দেন। পরে মেয়রের বক্তব্যটি ফেসবুকে ভাইরাল হয়।
বক্তব্যে মেয়র বলেন, ‘মমিন মণ্ডলকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আগামীতে দেখিয়ে দেব ইনশা আল্লাহ, সেই সময় এসেছে। মমিন মণ্ডল কাউকে সম্মান দিতে জানে না। সে সবাইকে মনে করে তার ফ্যাক্টরির কর্মচারী। যারা রাজনীতি করে তারা সম্মানের জন্য রাজনীতি করে। তাদের বাপ-বেটার এই ১০ বছরে বেলকুচিতে কী উন্নয়ন হয়েছে। বিগত ১০ বছরে দুই জন চুহানীখোর, ১০ জন ইয়াবাখোর, ১০ জন মদারি ছাড়া বেলকুচিতে কোনো উন্নয়ন হয়নি।’
বক্তব্যে মেয়র আরও বলেন, ‘সেই টোকাই বাহিনী ১৮ তারিখের পরই মাটির সঙ্গে পিষিয়ে দেব, মমিন মণ্ডলের একটি চামচাও ভোট গণনার আগে এই উপজেলায় থাকতে পারবে না।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডল ও তাঁর সমর্থকদের উদ্দেশে মেয়রের এমন বক্তব্য ‘নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন’ উল্লেখ করে মেয়রকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলে নির্বাচনি অনুসন্ধান কমিটি।