বিজয় দিবসের অনুষ্ঠানে নৌকায় ভোট চাইলেন মহিলা ভাইস চেয়ারম্যান
বিজয় দিবসের অনুষ্ঠানে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহনাজ পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। সরকারিভাবে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি ভুষন হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান তথ্যের সত্যতা স্বীকার করেছেন। তবে, এর দায় নেননি তিনি।
ইউএনও ইসরাত জাহান বলেন, ‘নৌকা মার্কায় ভোট চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে (মহিলা ভাইস চেয়ারম্যানকে সাহনাজ পারভীন) নিবৃত করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘ভুল করে বললে তেমন কিছু হওয়ার কথা নয়। শত শত মানুষের ভিড়ে ঘটনাটি ঘটেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহনাজ পারভীন বলেন, ‘আমি বলব, আগামী দ্বাদশ নির্বাচন ৭ জানুয়ারি, আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়েন।’
অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু বলেন, ‘তেমন কিছু না। মহিলা ভাইস চেয়ারম্যান ভুল করে বলে ফেলেছেন।’
এ অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ, ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা ও ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশীদ খোকন বলেন, ‘আমি ইউএনওর কাছে বিষয়টি জানার জন্য ফোন করেছিলাম। এখনও লিখিত আপত্তি দেইনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘কেউ যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন, নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করতে পারেন।’