ভৈরব উপজেলা চেয়ারম্যান হলেন আবুল মনসুর
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কিশোরগঞ্জের ভৈরবে আবুল মনসুর চেয়ারম্যান ও মোশারফ হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সানজিদা ইয়াসমিন। গতকাল বুধবার (৫ জুন) ভোটগ্রহণ শেষে বিকেলে ভোট গণনা করে তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ২০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪২৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোশারফ হোসেন মাইক প্রতীকে ৪১ হাজার ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান অরুণ উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭০২ ভোট।
আর সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত সানজিদা ইয়াসমিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৫৫৫ ভোট।