ফরিদপুরে আওয়ামী লীগসমর্থক স্বতন্ত্র চার প্রার্থীর প্রতীক ঈগল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনের ২০ প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই ২০ প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের সময় উপস্থিতি ছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, সিনিয়র নির্বাচন কমিশনার মো. হাবিবুর রহমানসহ চার সংসদীয় আসনের প্রার্থী ও তাঁদের প্রস্তাবক ও সমর্থকরা।
জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগসমর্থক স্বতন্ত্রপ্রার্থীরা নির্বাচনি প্রতীক হিসেবে পেয়েছেন ঈগল প্রতীক।
ফরিদপুর-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী আরিফুর রহমান দোলন, ফরিদপুর-২ আসনে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, ফরিদপুর-৩ আসনে বিশিষ্ট ব্যবসায়ীনেতা এ কে আজাদ ও ফরিদপুর-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন পেয়েছেন ঈগল প্রতীক।
এদিকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।
পরে মোস্তাফিজুর রহমান খান বলেন, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার গ্রহণ করেন। কিন্তু মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ওই আসনের স্বতন্ত্রপ্রার্থী এ কে আজাদ। সেই আপিলের মূল কথা ছিল আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশের পাশাপাশি নেদারল্যান্ডসের নাগরিক। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে তাঁর সংসদ সদস্য পদে নির্বাচনের যোগ্যতা নেই।
আপিল শুনানি শেষে ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করেন। এর বিরুদ্ধে শামীম হক রিট করেন। সেই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টে তিনি বলেছেন, নাগরিকত্ব প্রত্যাহারের জন্য নেদারল্যান্ডসে আবেদন করেছেন। মনোনয়নপত্র দাখিলের আগে বা পরে তিনি এ আবেদন করেছেন। সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি।
এ রিট খারিজ করার ফলে নির্বাচন কমিশনের আদেশ বহাল রইল এবং শামীম হকের প্রার্থিতা অবৈধ হলো। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে জানান এই আইনজীবী।
ফরিদপুর-৩ আসনে নৌকা প্রতীকের শামীম হকের প্রার্থিতা বাতিল বহাল থাকায় এই আসনে নৌকা বিহীন নির্বাচন অনুষ্ঠিত হবে।