রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এমাদুল হক মনির টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মিলন মাহমুদ বাচ্চু এর আগে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আজ রোববার (৯ জুন) রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন এ ফলাফল ঘোষণা করেন।
কাঁঠালিয়ায় এমাদুল হক মনির পেয়েছেন ২০ হাজার ৩৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া সিকদার পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট। রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু পেয়েছেন ২১ হাজার ৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা আক্তার লাইজু পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট।
এ ছাড়া রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আল হাসান বাপ্পি এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে নাসরিন আক্তার নির্বাচিত হয়েছেন। আর কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজী এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে সাহিদা আক্তার বিন্দু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে আজ সকাল থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি বাড়ে। নির্ভিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।