স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর রিন্টুর মনোনয়নপত্র বৈধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/20/untitled-1.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর রিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট ।
আজ বুধবার (২০ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রিন্টুর করা রিট শুনানি শেষে নির্বাচন কমিশনের আদেশ বাতিল করে এ আদেশ দেন।
আদেশে দ্রুত সময়ের মধ্যে রিন্টু আনোয়ারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এর ফলে রিন্টুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী শহীদুল আলম ইমরান।
রিটকারির পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী শেখ আলী আহম্মেদ খোকন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ডক্টর মো. শহাজাহানের নেতৃত্বে আইনজীবী প্যানেল।
এ বিষয়ে অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান জানান, আইন অনুযায়ী রিন্টু আনোয়ার ৩০ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করেন। এমন সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনে আপিল করেন রিন্টু আনোয়ার। সেখানেও আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টে যান। আজ হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।