শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে : আমু
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি বিরাট ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা যাতে সরকার গঠন করতে না পারে এ জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।
আজ সোমবার (১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নবগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি পথসভায় আমির হোসেন আমু এ মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, চক্রান্তকারীরা সবকিছুতে ফেল করার পরও শেখ হাসিনা যখন ভোট পর্যন্ত এসেই পড়েছেন, তখন কী হলো; তখন ষড়যন্ত্রকারীরা বলছে ৬০ ভাগ ভোট না পড়লে নাকি নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। আজকে আমরা আবার প্রমাণ করে দিব, জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে। তাই সবাইকে ভোট দিতে কেন্দ্রে আসতে হবে। প্রধানমন্ত্রী আমাদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন, ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছেন। আমাদের সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে।
শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা সব শ্রেণির মানুষের অধিকার আদায়ের প্রতীক, তাই এবারের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
এর আগে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর, বিনয়কাঠি ও নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় আমির হোসেন আমু ভোটারদের হাতে লিফলেট তুলে দেন।