সাকিব ক্রিকেটে ভালো, রাজনীতিতেও ভালো করবে : মাশরাফী
সাকিব ক্রিকেটে যেমন ভালো করেছে আগামী দিনে রাজনীতিতেও তেমন ভালো করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। আজ বৃহস্পতিবার মাগুরায় বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মাশরাফী সঙ্গে ছিলেন সদ্য নিউজিল্যান্ড সফর শেষ করে আসা ক্রিকেটার সৌম্য সরকার, সাব্বির হোসেন, রনি তালুকদার, হায়দার রনি, নাজমুল অপুসহ তারকা ক্রিকেটাররা।
আজ দুপুরে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দান সংলগ্ন জেলা পরিষদ বাংলোতে আসেন মাশরাফী। কিছুক্ষণ বিরতির পর তিনি খোলা জিপে চড়ে সাকিব, সৌম্য, সাব্বির ও রনি তালুকদারকে সঙ্গে নিয়ে শহরে লিফলেট বিতরণ করে নৌকা মার্কায় সাকিবের পক্ষে ভোট চান।
শহরের সেগুনবাগিচা থেকে শুরু করে চৌরঙ্গী মোড়, কলেজ রোড হয়ে ভায়নার মোড়ের তেল পাম্প এলাকায় গিয়ে প্রচারণা শেষ করেন। এ সময় রাস্তার দুই পাশে শত শত মানুষের মধ্যে লিফলেট বিতরণ এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সাকিব আল হাসান বলেন, মাশরাফি ভাই যেভাবে খেলার মাঠে সাহস জুগিয়েছেন তেমনি নির্বাচনি মাঠেও সাহস দিতে এসেছেন মাগুরায়।
বিকেলে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে সর্বশেষ নির্বাচনি জনসভায় বক্তব্য দেন সাকিব আল হাসান।