আ.লীগপ্রার্থীর প্রচারে অংশ নেওয়ায় জজের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
কিশোরগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে এক প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ মনোনীত গাজীপুর-৫ আসনের প্রার্থী মেহের আফরোজ চুমকির পক্ষে নিয়মিতভাবে প্রকাশ্যে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে ওঠে ওই অভিযোগ। এমন তথ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুর রিটার্নিং কর্মকতা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ সালামের সই করা এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১-এর বিচারক (জেলা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ্ সংসদীয় আসন ১৯৮ গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকির পক্ষে নিয়মিতভাবে জনসমক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। গত ২২ ডিসেম্বর তিনি ওই প্রার্থী ও তার সমর্থকদের সঙ্গে বিভিন্ন জনসমাবেশ ও পথসভায় অংশগ্রহণ করেছেন।
চিঠিতে আরও বলা হয়, মুহাম্মদ হাবিবুল্লাহ্ কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের কালিহাতি গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি চুমকির আত্মীয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি কর্মচারীর এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং নির্বাচনি কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।