ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে : জাপা মহাসচিব
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/07/cunnu.jpg)
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ রোববার সকালে ভোট দেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : এনটিভি
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তার ভোটারদের কেন্দ্রে না আসতে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমিতো আরও অনেক নির্বাচন করেছি, তবে এই নির্বাচনটি অন্যরকম। নির্বাচনে টাকার ছড়াছড়ি অনেক বেশি।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ছাড় দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে নৌকা প্রতীক দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের স্থানীয় চারজন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক এ প্রতিমন্ত্রী আজ ভোট দেওয়ার পর আরও বলেন, সকাল সকাল ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়লে হয়তো উপস্থিতি বাড়বে।