ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/27/kusik_kaayysaar.jpg)
নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রেইসকোর্স মোড় ও রেলওয়ে ফ্লাইওভার এলাকার রাস্তায় মিছিল করেন ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১১(২) বিধি অনুসারে, কোনো প্রার্থী নির্বাচনপূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা শো-ডাউন করতে পারেন না। এটি উক্ত বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই কাজের জন্য কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন সব প্রার্থীকেই পর্যবেক্ষণে রেখেছে। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।’
২০২২ সালে এই সিটির তৃতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে এ সিটির উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটির উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। কুসিক উপনির্বাচনে এবার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মেয়র পদে ঘড়ি প্রতীকে সাবেক মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু, বাস প্রতীকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।