বরিশালে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালের বিভিন্ন উপজেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালেট পেপার ও নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি শেষে এসব সরঞ্জাম পাঠানো হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম বুঝে নেন প্রিজাইডিং অফিসাররা।
আজ মঙ্গলবার (৭ মে) সকালে এই সরঞ্জাম বিতরণ করা হয়। সেগুলোকে নিরাপত্তা দিয়ে আনসার ও পুলিশ সদস্যরা কেন্দ্রে নিয়ে যান।
এদিকে সকাল থেকে বরিশাল সদর উপজেলার নির্বাচনি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন। ভোটের দিন পুরো উপজেলা নিরাপত্তার চাদরে ঘেরা থাকবে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি।
ওহিদুজ্জামান মুন্সি বলেন, ‘নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। দুর্গম কেন্দ্র বাদে সব কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পৌঁছে দেওয়া হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহারের মধ্যদিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে। অনিয়ম করলে তা কঠোর হাতে দমন করা হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে অধিক গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার জিহাদুল কবির বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ৬৮টি কেন্দ্রে এক হাজারের বেশি পুলিশ কাজ করবে। এর মধ্যে মোবাইল টিম থাকবে ৩৭টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচজন করে পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। বহিরাগত ঠেকাতে ১৯টি চেকপোস্ট থাকবে।’
জিহাদুল কবির বলেন, ‘সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে একটি করে টিম কাজ করবে। পাশাপাশি থাকবে স্ট্যান্ডবাই ফোর্সসহ গোয়েন্দা বিভাগের সদস্যরা। এ উপজেলার মোট ৬৮টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে।’
আগামীকাল বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।