পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে জামায়াতের ৩ দিনের কর্মসূচি
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, উভয়কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।
কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল, পরদিন ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে বিক্ষোভ মিছিল পালন করবে দলটি।
সংবাদ সম্মেলনে ডা. তাহের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে না নেয়, তবে জামায়াতে ইসলামী সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি পাঁচ দফা দাবি আদায়ে রাজপথে সক্রিয় থাকার ব্যাপারে দলের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।