রাজধানীতে এক লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের
রাজধানীতে এক লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা নিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।
ডিবি মিরপুর বিভাগ তিনজন, ডিবি রমনা বিভাগ তিনজন, ডিবি সাইবার বিভাগ দুজন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ পাঁচজন, ডিবি উত্তরা বিভাগ দুজন, ডিবি তেজগাঁও বিভাগ দুজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইন-শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এ ছাড়া আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল।
গ্রেপ্তারেরা হলেন-১। নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী ২। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও গুলবাগ ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার খান তাহমিদ ওরফে তাহমিদ আশরাফ (২২) ৩। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ (২৭) ৪। শের-ই-বাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক ওরফে ছোটন চৌধুরী (৬৯) ৫। শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ওরফে বাবলু ৬। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন খোকন (৭০) ৭। মিরপুর মডেল থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূইয়া ৮। ভাষানটেক থানা যুবলীগের সদস্য মোঃ সিরাজুল ইসলাম ওরফে আহমাদ আলী (৪০) ৯। মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সহ- সভাপতি মোঃ জসিম ওরফে বিল্লাল ১০। ঢাকা মহানগর গেন্ডারিয়া থানা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব রহমান (৫৫) ১১। শ্যামপুর থানার ৪৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (৪০) ১২। কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম (৪০) ১৩। আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহজালাল (৩৮) ১৪। ঢাকা রায়েরবাগ ইউনিট যুবলীগের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন ওরফে পলাশ ১৫। শরীয়তপুর জেলার নড়িয়া থানা ডিংগামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস সরদার (৪৫) ১৬। ঢাকা মহানগর পল্টন থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন (৫২) ১৭। পল্টন থানা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আবু সাঈদ (৫৬) ১৮। নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সামছুদ্দিন আহমেদ সেলিম (৬২) ১৯। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রেহান (৫১) ২০। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সহ-সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন প্রিন্স (৪৩) ২১। সিলেট মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম পারভীন ২২। ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির সরকার ওরফে গলাকাটা নাছির (৫৪) ২৩। নেত্রকোণা জেলার পূর্বধলা শ্রমিকলীগের সদস্য আলী হোসেন (৩১) ২৪। কুমিল্লা জেলার ০৬ নং নিকলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক খন্দকার (৫২) ও ২৫। বরগুনা জেলার তালতলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান কামাল (৪২)।
ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে রূপচান বেপারীকে গ্রেপ্তার করেছে ডিবি মিরপুর বিভাগের একটি টিম। একই তারিখ বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে শাহজাহানপুর থানাধীন গুলবাগ এলাকা থেকে আবরার খান তাহমিদ ওরফে তাহমিদ আশরাফকে গ্রেপ্তার করেছে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। সেই সঙ্গে ডিবি মিরপুর বিভাগের একটি টিম বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে মোঃ নাসির সরকার ওরফে গলাকাটা নাছিরকে গ্রেপ্তার করে।
ডিবি রমনা বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ২টা ১৫ মিনিটে শাহবাগ থানাধীন বঙ্গ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান খান আজাদকে গ্রেপ্তার করেছে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। একই তারিখ ও সময়ে শেরে বাংলানগর থানাধীন আগারগাঁও এলাকা থেকে এ বি এম নুরুল হক ওরফে ছোটন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। সেইসঙ্গে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ডেমরা থানাধীন মুসলিম নগর এলাকা থেকে ইঞ্জিনিয়ার আবুল কালামকে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম গ্রেপ্তার করে।
ডিবি সাইবার বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টায় মো: আবুল কালাম আজাদ ওরফে বাবলুকে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার বিভাগ। পৃথক অভিযানে আলী হোসেনকে (৩১) গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের অপর একটি টিম।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ গিয়াস উদ্দিন খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। মতিঝিল স্পেশাল অপারেশন টিম রাত ৯টা ৩০ মিনিটে পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: আকবর হোসেনকে গ্রেপ্তার করে। একই তারিখ রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে পল্টন থানা এলাকা থেকে মো: সামছুদ্দিন আহমেদ সেলিমকে গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। অপরদিকে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সবুজবাগ থানাধীন এলাকা থেকে মো: আবু সাঈদকে গ্রেপ্তার করে মতিঝিল স্পেশাল অপারেশন টিম।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় মিরপুর মডেল থানাধীন আহাম্মদনগর এলাকা থেকে মোঃ মিজানুর রহমান ভূইয়াকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগের একটি অভিযানিক টিম। অপরদিকে রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মাহবুব রহমানকে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম কর্তৃক গ্রেপ্তার করা হয়। একই তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ দেলোয়ার হোসেন ওরফে পলাশকে এবং রাত ১১টা ৫৫ মিনিটে সবুজবাগ থানাধীন পূর্ব বাসাবো এলাকা থেকে ইউনুস সরদারকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম। অপরদিকে পৃথক একটি অভিযানে শ্যামপুর থানা এলাকা থেকে মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।
ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টায় মোঃ সিরাজুল ইসলাম ওরফে আহমাদ আলীকে গ্রেপ্তার করেছে ডিবি উত্তরা বিভাগের একটি টিম। রাত আনুমানিক ২টা ৫ মিনিটে হাতিরঝিল থেকে মরিয়ম পারভীনকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম।
ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানা এলাকা থেকে মোঃ জসিম ওরফে বিল্লালকে গ্রেপ্তার করেছে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। একই তারিখে মিরপুর থেকে মোহাম্মদ শাহজালালকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে চকবাজার থানাধীন বাগিচা এলাকা থেকে রায়হান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। অপরদিকে ডিবি লালবাগ বিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে মোঃ মানিক খন্দকার ও মোঃ হাবিবুর রহমান কামালকে গ্রেপ্তার করে।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে নলভোগ তুরাগ এলাকা থেকে মোঃ মেজবাহ উদ্দিন প্রিন্সকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগের একটি টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক