জাতীয় সংসদ নির্বাচনে ২৮০০ কোটি টাকা চেয়েছে ইসি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/ec-building_0_3.jpg)
জাতীয় ও স্থানীয় সরকারের ভোটের লক্ষ্যে আগামী অর্থবছরে প্রায় ছয় হাজার কোটি টাকার পরিকল্পনা ব্যয় ধরা হচ্ছে। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানান। তিনি বলেন, ‘এ লক্ষ্যে সরকারের কাছে নতুন অর্থবছরে বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’
আলী নেওয়াজ বলেন, আমরা সরকারের কাছে দুই হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চেয়েছি সংসদ নির্বাচনের জন্য। আমাদের এটা প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাই-বাছাই করা হবে। ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ একটি পরিমাণ চূড়ান্ত হবে।
ত্রয়োদশ নির্বাচনটি এ বছরের শেষ বা আগামী বছরের প্রথমার্ধে করার পরিকল্পনা রয়েছে। সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে দুই হাজার ২৭৬ কোটি টাকার ব্যয় ধরা হয়েছিল। এর মধ্যে হাজার কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়েছিল আইন-শৃঙ্খলায়।