অফিসার ক্যাডেট পদে বিমানবাহিনীতে চাকরির সুযোগ

Looks like you've blocked notifications!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। বিমান বাহিনীতে  ‘অফিসার ক্যাডেট (৮৬ বিএএফএ কোর্স)’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিসার ক্যাডেট (৮৬ বিএএফএ কোর্স)।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক / সমমান এবং জিসিই ‘ও’ এবং ‘এ’ লেভেল পাস প্রার্থীরা অফিসার ক্যাডেটের বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক / সমমান পাস প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০  এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান/ হিসাববিজ্ঞানে ন্যূনতম গ্রেড ‘এ’ থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বেতন-স্কেল

প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিমানবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৭ ফেব্রুয়ারি, ২০২২।

সূত্র : ইত্তেফাক, ২৫ অক্টোবর, ২০২১।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে