একাধিক পদে নিয়োগ দেবে গাইবান্ধা পৌরসভা

Looks like you've blocked notifications!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাইবান্ধা পৌরসভা। ১৫টি ভিন্ন পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

স্টোরকিপার, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক, জিপচালক, অফিস সহায়ক , নৈশপ্রহরী, সহকারী অ্যাসেসর, সহকারী কর আদায়কারী, সহকারী লাইসেন্স পরিদর্শক, সার্ভেয়ার/সাব-ওভারশিয়ার, কার্য সহকারী, বিদ্যুৎ লাইনম্যান, রোড রোলারচালক, ট্রাক/ট্রাক্টরচালক, টিকাদানকারী (নারী), টিকাদানকারী (পুরুষ)।

পদসংখ্যা

মোট ১৫ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন-ভাতা

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

নিজ হাতে পূর্ণ জীবনবৃত্তান্ত লিখে আবেদনপত্র ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি, সিটি করপোরেশন/পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতিয় পরিচয়পত্র বা জন্মসনদের ফটোকপি, অভিজ্ঞতার (যদি থাকে) সনদের ফটোকপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে। প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বর্তমান ঠিকানাসংবলিত ১০ টাকা মূল্যের ডাকটিকিটযুক্ত একটি ৯.৫ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম দিতে হবে। 

ঠিকানা: মেয়র, গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা।

আবেদনের শেষ তারিখ

৭ মার্চ, ২০২২।  

সূত্র : গাইবান্ধা পৌরসভা ওয়েবসাইট

বিস্তারিত জানুন : https://cutt.ly/2Py0Fsl