একাধিক পদে নিয়োগ দেবে টিএমএসএস নার্সিং কলেজ

Looks like you've blocked notifications!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএমএসএস নার্সিং কলেজ। প্রতিষ্ঠানটিতে ‘প্রভাষক (নার্সিং, কম্পিউটার)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

প্রভাষক (নার্সিং, কম্পিউটার)।

পদসংখ্যা

মোট ১১টি পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ও এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রভাষক (নার্সিং) পদের জন্য প্রার্থীর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে হালনাগাদ রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে, অভিজ্ঞতা ন্যূনতম দুই বছর, তন্মধ্যে যেকোনো হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মপক্ষে এক বছর এবং নার্সিং কলেজ/ ডিপ্লোমা প্রতিষ্ঠানে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের পূর্বে পড়ে নিন......

নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে এসএমএস/ মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।

নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতেযোগ্য) প্রদান করতে হবে।

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

ইতোপূর্বে যাঁরা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাঁদের টিএমএসএস-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করার আবশ্যকতা নেই।

শুধু বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর, ২০২০।

সূত্র : বিডিজবস