ঔষধ প্রশাসন অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

Looks like you've blocked notifications!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক (নবম গ্রেড) ও ঔষধ পরিদর্শক (১০ম গ্রেড) পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক ও ঔষধ পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আগামী ১৩ ও ১৫ জুন, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। ঔষধ তত্ত্বাবধায়কের ৫৭ টি শূন্য পদের বাছাই পরীক্ষায় ১ হাজার ৪৩৬ জন ও ঔষধ পরিদর্শকের ১৩ টি শূন্য পদে উত্তীর্ণ হয়েছেন ২৩৫ জন প্রার্থী। তাদের লিখিত পরীক্ষা রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http:/bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে