চতুর্দশ বিজেএস'র সহকারী জজ পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলা ও দায়রা জজের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ পদে নিয়োগের উদ্দেশ্যে গৃহীত চতুর্দশ বিজেএস পরীক্ষায় সাময়িকভাবে ১০২ জন প্রার্থী মনোনীত হয়েছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান ও তারিখ নির্ধারণপূর্বক যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট এ বিজ্ঞপ্তি প্রচার করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় অথবা প্রাক-পরিচয় যাচাই প্রতিবেদনে (Police Verification) কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত/বিবেচিত হলে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
ফলাফল বিজ্ঞপ্তিতে