চতুর্দশ বিজেএসের সহকারী জজ পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/06/exam-schedule.jpg)
চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। জেলা ও দায়রা জজের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) গৃহীত চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২১–এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২০ মার্চ শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৩৭ জন প্রার্থী। তাদের মৌখিক পরীক্ষা চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। পরীক্ষাটি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কারো ডাউনলোডকৃত প্রবেশপত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে BJS Online Registration System এ Log in করে প্রবেশপত্রের প্রিন্ট নেওয়া যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে