ঢাকায় নিয়োগ দেবে আড়ং, রয়েছে স্বাস্থ্য ও জীবনবিমার সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটিতে ‘ডেপুটি ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
ডেপুটি ম্যানেজার, প্রডিউসার কমিউনিকেশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম পাঁচ থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এনজিও সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কমিউনিকেশন স্কিল, ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্টের কাজে দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ফেস্টিভ্যাল বোনাস, পারফরম্যান্স বোনাস ও বিমার সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা সিভি ই-মেইল করতে পারবেন (career.aarong@brac.net) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
৩০ জানুয়ারি, ২০২২।
সূত্র : বিডিজবস