দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে সহকারী ব্যবস্থাপক পদের লিখিত পরীক্ষা ২৫ মার্চ
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ‘সহকারী ব্যবস্থাপক (জেনারেল)’ পদে উত্তীর্ণদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ এ 'সহকারী ব্যবস্থাপক (৯ম গ্রেড) এর ১১ টি পদে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ২৫ মার্চ, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষায় ৪ হাজার ৫২ জন প্রার্থী অংশ নিবেন।
প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কাউকে মাস্ক ব্যতীত পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে