পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা বা সহকারী কনস্যুলার কর্মকর্তা পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ

Looks like you've blocked notifications!

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা বা সহকারী কনস্যুলার কর্মকর্তা পদে বাছাই পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। গত সোমবার আব্দুল্লাহ আল মামুন, পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দশম গ্রেডের সহকারী সাইফার কর্মকর্তা বা সহকারী কনস্যুলার কর্মকর্তা পদে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে। এতে অংশগ্রহণ করবে ৫ হাজাত ৬৪৮ জন প্রার্থী। রাজধানীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সূত্র: বাংলাদেশ কর্ম কমিশনের নিজস্ব ওয়েবসাইট।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে