প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ
প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (সাধারণ) পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব মোঃ সাঈদুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (সাধারণ) এর ১১২ টি শূন্য পদের নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণপূর্বক ১১২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
ফলাফল বিজ্ঞপ্তিতে