প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০,৮৬২ জন
প্ৰাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত 'সহকারী শিক্ষক নিয়োগ ২০২০' এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক 'সহকারী শিক্ষক নিয়োগ-২০২০' এর লিখিত পরীক্ষায় ১ম ধাপে গত ২২ এপ্রিল, ২০২২ তারিখে ২২ জেলা ও ৮ জেলার আংশিক গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সর্বমোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে প্রার্থীদের জানানো হবে৷
ফলাফল বিজ্ঞপ্তিতে