প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০,৮৬২ জন

Looks like you've blocked notifications!

প্ৰাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত 'সহকারী শিক্ষক নিয়োগ ২০২০' এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক 'সহকারী শিক্ষক নিয়োগ-২০২০' এর লিখিত পরীক্ষায় ১ম ধাপে গত ২২ এপ্রিল, ২০২২ তারিখে ২২ জেলা ও ৮ জেলার আংশিক গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সর্বমোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে প্রার্থীদের জানানো হবে৷

ফলাফল বিজ্ঞপ্তিতে