বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

Looks like you've blocked notifications!

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ব্যাংকটির মহাব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনে (৪র্থ তলা) নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের জন্য নতুনভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই তাদের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রার্থীদেরকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন https://erecruitment.bb.org.bd/career/jobopportunity.php|

মৌখিক পরীক্ষায় সঙ্গে যা আনতে হবে

১. দলিলাদি দাখিলের নিমিত্তে মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র,

২. লিখিত পরীক্ষার প্রবেশপত্র,

৩. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও মার্কশিট/ট্রান্সক্রিপ্ট, অথবা বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত হলে সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনা অনুযায়ী দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সনদ,

৪. আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক সম্প্রতি ইস্যুকৃত জাতীয়তা সনদপত্র/নাগরিকত্ব সনদপত্র।

৫. যে সকল মুক্তিযোদ্ধার সন্তান ৩২ বছর পর্যন্ত আবেদনের বয়সসীমার সুযোগ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য প্রমাণক দলিলাদি  (বিস্তারিত বিজ্ঞপ্তিতে),

৬. যে সকল প্রতিবন্ধী প্রার্থী ৩২ বছর পর্যন্ত আবেদনের বয়সসীমার সুযোগ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর হতে প্রতিবন্ধিতার সপক্ষে প্রদত্ত সনদপত্র এবং

৭. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।