শিক্ষক নিয়োগ দেবে আইইউটি, বেতন ৪৪০ মার্কিন ডলার

Looks like you've blocked notifications!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতপ্রাপ্ত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। প্রতিষ্ঠানটিতে ‘লেকচারার’ পদে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

লেকচারার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিষয়ে বিএসসি অথবা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।

কর্মস্থল

গাজীপুর।

বেতন

বেতন ৪৪০ (S-2: US$ 440-32x16-952) ডলার। ক্যাম্পাসে যদি কোনো শিক্ষক বাড়ি-সুবিধা না পান, তবে তিনি বাড়িভাড়া বাবদ ৪০ শতাংশ পাবেন। এ ছাড়া পরিবহন, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, শিক্ষা, মেডিকেলসহ অন্যান্য ভাতা যুক্ত হবে। ইইই, সিএসই এবং সিইইতে বাংলাদেশের বাইরের কেউ শিক্ষক হিসেবে চাকরি পেলে আইন অনুযায়ী অতিরিক্ত ৪০ শতাংশ পাবেন।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (https://www.iutoic-dhaka.edu/circular) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

১১ মে, ২০২১।

সূত্র : বিডিজবস