শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পদের মৌখিক পরীক্ষার সময় পরিবর্তন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/05/gov-job.jpg)
বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পদে মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পদের মৌখিক পরীক্ষা আগামী ১৪, ১৬, ১৭ ও ১৮ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে ১৬ ও ১৭ মে ২০২২ তারিখের পরীক্ষাটি সকাল ১০টার পরিবর্তে বিকেল তিনটায় শুরু হবে। পরীক্ষাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১০ থেকে ১৪ মে ও ১৮ মে অনুষ্ঠিতব্য অন্যান্য পদের (যার প্রবেশপত্র প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে