বিনা অভিজ্ঞতায় চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘এইচআর বিজনেস পার্টনার’ এবং ‘এইচআর অপারেশনস’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
এইচআর বিজনেস পার্টনার
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রজেক্ট ব্যবস্থাপনায় দক্ষ এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া কাজের চাপের মধ্যেও যথাযথভাবে কাজ সম্পন্ন করার দক্ষতা থাকতে হবে।
এইচআর অপারেশনস
মানবসম্পদ, অর্থনীতি, ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, গণিত অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। উপস্থাপন ও যোগাযোগে দক্ষ এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে। বাংলাদেশ শ্রম আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এ ছাড়া হিউম্যান রিসোর্স বা ম্যানেজমেন্ট ট্রেইনি পদে অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে-