অফিসার পদে চাকরির সুযোগ দিচ্ছে এসিআই গ্রুপ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/25/photo-1488012755.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই অ্যাগ্রিবিজনেস। ‘রিকভারি অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিরক্ষা বা নিরাপত্তা বাহিনীতে চাকরির অভিজ্ঞতা অথবা রিকভারি বা মাইক্রোক্রেডিটে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিরক্ষা বা নিরাপত্তা বাহিনীতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পাশাপাশি মোটরসাইকেল চালনায় পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় মাঠপর্যায়ে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা ‘এইচআর ডিপার্টমেন্ট, এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮’। আবেদন করা যাবে ৭ মার্চ, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দৈনিক প্রথম আলোয় ২৪ মার্চ ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন-