সাউথইস্ট ব্যাংকে নিয়োগ, সর্বোচ্চ বেতন ২৫ হাজার টাকা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/14/photo-1497423744.jpg)
একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘নিরাপত্তা প্রহরী (ব্যাংক গার্ড) এবং সুপারভাইজার (চুক্তিভিত্তিক) পদে এই নিয়োগ দেওয়া হবে।
নিরাপত্তা প্রহরী (ব্যাংক গার্ড)—অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের জন্য যোগ্যতা
অষ্টম শ্রেণি পাসেই পদটিতে আবেদন করা যাবে। প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে পাঁচ ফুট সাত ইঞ্চি। দেশের যেকোনো স্থানে ব্যাংকের যেকোনো শাখায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। ৩১ মার্চ, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছর।
নিরাপত্তা প্রহরী (ব্যাংক গার্ড)—প্রার্থিতার ক্ষেত্রে যোগ্যতা
ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ৩১ মার্চ, ২০১৭ অনুযায়ী বয়স ১৮ থেকে ২৫ বছর হতে হবে। এ ছাড়া দেশের যেকোনো স্থানে ব্যাংকের যেকোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
সুপারভাইজার (চুক্তিভিত্তিক)
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অথবা সমমানের সেনা শিক্ষাসম্পন্ন প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। প্রার্থীকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য (জুনিয়র কমিশনড অফিসার) হতে হবে। পাশাপাশি মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে পাঁচ ফুট সাত ইঞ্চি। ৩১ মার্চ, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছর।
বেতন
নিরাপত্তা প্রহরী পদে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৪ হাজার টাকা। এ ছাড়া সুপারভাইজার পদে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্যাবলি আবেদনপত্রে উল্লেখপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা বিভাগীয় প্রধান, মানবসম্পদ বিভাগ, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ইউনুস সেন্টার (লেভেল-৬), ৫২-৫৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০। আবেদন করার সুযোগ থাকছে ৩০ জুন, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলোয় ১৪ জুন, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে :