অফিসার পদে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া লিমিটেড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/13/photo-1502625775.jpg)
অফিস পদে জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটি দুটি পদে নিয়োগ দেবে, তবে কতজন নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। পাবলিক রিলেশন অফিসার ও ইভেন্ট ম্যানেজম্যান্ট অফিসার এই দুই পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ, জনসংযোগ কিংবা সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর পাসকারীরাই আবেদন করতে পারবেন। তবে এ দুটি পদে চাকরি করতে হলে প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে প্রার্থীকে জাগোজবস ডটকমের ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে অ্যাপ্লাই ইনস্ট্রাকশনসে অপশনে গিয়ে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ২৪ আগস্টের মাধ্যমে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত জানতে দেখুন : জাগোজবস ডটকম।