১৭ পদে পপুলারে নিয়োগ বিজ্ঞপ্তি

Looks like you've blocked notifications!

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার ডায়গনস্টিক সেন্টার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৭টি পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।

পদের নাম

নার্সিং সুপারভাইজার

প্রার্থীকে বিএসসি/ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

সিনিয়র স্টাফ নার্স (এইচডিইউ, আইসিইউ, এনআইসিইউ, ওটি অ্যান্ড ফ্লোর)

প্রার্থীকে বিএসসি/ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথলজি কালেকশন)

পদটিতে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন। ন্যূনতম এসএসসি/এইচএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিরাপত্তা পরিদর্শক

পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেনাবাহিনী ও বিজিবি থেকে অবসর প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

টেলিফোন অপারেটর

পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ন্যূনতম এইচএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ইসিজি/ইটিটি টেকনিশিয়ান

পদটিতে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ন্যূনতম এইচএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আল্ট্রাসনোগ্রাম সহকারী

পদটিতে শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ন্যূনতম এইচএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ইলেক্ট্রিশিয়ান

পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এসি টেকনিশিয়ান

পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্লাম্বার

পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

লন্ড্রি অপারেটর

ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

টেইলর (দর্জি)

ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

হাউসকিপার

ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাম্বুলেস ড্রাইভার

প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস ও গাড়ী চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে।সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিরাপত্তা প্রহরী

পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেনাবাহিনী, আনসার ও বিজিবি থেকে অবসর প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

ল্যাব সহকারী/এক্স-রে সহকারী (পিয়ন, এমএলএসএস)

পদটিতে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে  অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

লিফট অপারেটর

প্রার্থীকে ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত ‘ব্যবস্থাপনা পরিচালক, পপুলার ডায়গনস্টিক সেন্টার লিমিটেড, বাড়ি # ১৬, রোড # ২, ধানমণ্ডি, ঢাকা-১২০৫’ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত।

সূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন (২৩.১১.২০১৭)