একাধিক পদে নিয়োগ দেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Looks like you've blocked notifications!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দুটি বিভাগে প্রভাষক পদে এই নিয়োগ দেওয়া হবে।

বিভাগের নাম
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (প্রভাষক)

যোগ্যতা
পাবলিক বিশ্ববিদ্যালয় হতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জিপিএ চার এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার উভয়টিতে জিপিএ পাঁচ এর মধ্যে চার থাকতে হবে। উপরোক্ত বিভাগে তিনজন প্রভাষককে নিয়োগ দেওয়া হবে।

বিভাগের নাম
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রভাষক)

যোগ্যতা
পাবলিক বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিপিএ চার এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার উভয়টিতে জিপিএ পাঁচ এর মধ্যে চার থাকতে হবে। উপরোক্ত বিভাগে তিনজন প্রভাষককে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://mbstu.ac.bd/index.html ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাইনলোড করে তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা
আগামী ৬ নভেম্বর-২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন