৩৯ জনকে নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক
ন্যাশনাল ব্যাংক লিমিটেড মোট ৩৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার-কল সেন্টার
এই পদে নিয়োগ দেওয়া হবে চারজন। ন্যূনতম স্নাতক পাস এবং তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের বয়স ২২ বছর থেকে ৪০ বছর হতে হবে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। বিস্তারিত জানতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
কার্ড প্রোডাক্ট সাপোর্ট অ্যান্ড এমআইএস অফিসার
পদটিতে নিয়োগ পাবেন চারজন। কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিকসে বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। পাশাপাশি প্রার্থীদের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৮ বছর হতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হতে পারে বাংলাদেশের যেকোনো জেলা। বিস্তারিত জানতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
কার্ড সেটেলমেন্ট অ্যান্ড ডিসপুট অফিসার (ক্রেডিট অ্যান্ড ডেবিট)
দুজনকে নিয়োগ দেওয়া হবে পদটিতে। যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৮ বছর হতে হবে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। বিস্তারিত জানতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
ডাইরেক্ট কার্ড সেলস টিম (ক্রেডিট অ্যান্ড ডেবিট)
পদটিতে নিয়োগ পাবেন ২৯ জন। ন্যূনতম স্নাতক পাস এবং দুই বছরের অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ বছর থেকে ৩৮ বছর হতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হতে পারে বাংলাদেশের যেকোনো জেলা। বিস্তারিত জানতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘ন্যাশনাল ব্যাংক লিমিটেড কার্ড ডিভিশন, সীমান্ত স্কয়ার (পঞ্চম ফ্লোর) ৮০, পিলখানা, রোড#২, ধানমণ্ডি, ঢাকা’ ঠিকানায়। আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম