ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক লিমিটেড সিনিয়র ম্যানেজার ও অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
অ্যাসোসিয়েট ম্যানেজার, গার্ড সার্ভিস-কান্ট্রি সিকিউরিটি, ফাইন্যান্স ডিভিশন
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পদটিতে মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
সিনিয়র ম্যানেজার, লোন ডকুমেন্টেশন, মিডল মার্কেট বিজনেস
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগ থেকে পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
আবেদন প্রক্রিয়া
আবেদনের জন্য পদের নাম উল্লেখ করে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, একটি পাসপোর্ট আকৃতির ছবি ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ আবেদন পাঠাতে হবে—‘হিউম্যান রিসোর্স বিভাগ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, অনিক টাওয়ার, ২২০/বি, গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২১২’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্রের বিষয়ে পদের নাম উল্লেখ করে মেইল (hr@bracbank.com) করতে পারবেন। পদগুলোতে আবেদন করতে পারবেন আগামী ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে ব্র্যাক ব্যাংক কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
সূত্র : বিডিজবস ডটকম