মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে স্নাতক পাসেই চাকরি
চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ব্যাংকটিতে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে স্নাতক পাসেই নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানী ঢাকায়।
যোগ্যতা
যেকোনো বিষয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২৩ থেকে ৩০ বছর হতে হবে। এ ছাড়া প্রার্থীদের ইংরেজিতে দক্ষ ও চক্রকারে তিন শিফটে কাজ করতে আগ্রহী হতে হবে। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম