আকর্ষণীয় পদে নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক
মেধাবী, উদ্যমী ও যোগ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট’ প্রোগ্রামের আওতায় নিয়োগ দেবে।
যোগ্যতা
ব্যবসায়, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং অথবা ইকোনমিকস থেকে আকর্ষণীয় ফলাফলসহ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিবিএ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে ব্যাংকে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বাংলা ও ইংরেজিতে পারদর্শী এবং যে কোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :