বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০০ নিয়োগ

Looks like you've blocked notifications!

ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র স্টাফ নার্স পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত : 

যোগ্যতা
আবেদনকারীদের ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে রেজিস্টার্ড হতে হবে। এ ছাড়া দুই বছর স্বীকৃত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা হিসেবে প্রার্থীদের বিএনসি থেকে রেজিস্টারকৃত বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। 

বেতন
নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। 

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১১ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত। 

বিস্তারিত জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :