জনবল নিচ্ছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক
‘ভিসা এক্সিকিউটিভ’ ও ‘ভিসা অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দিচ্ছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। খুলনা, যশোর, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
‘ভিসা এক্সিকিউটিভ’
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০১৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৫ হাজার টাকা। এ ছাড়াও বাৎসরিক পাঁচ হাজার ৫০০ টাকা বোনাস দেওয়া হবে।
‘ভিসা অ্যাসিস্ট্যান্ট’
উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০১৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৫ হাজার টাকা। এ ছাড়া বাৎসরিক পাঁচ হাজার ৫০০ টাকা বোনাস দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র-বিডিজবস ডটকম